এবারও বিশ্বের শীর্ষ ধনী মেক্সিকোর কার্লোস স্লিম : ফোর্বসের তালিকা প্রকাশ

বিশ্ববিখ্যাত ফোর্বস সাময়িকী গত সোমবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের নতুন তালিকা প্রকাশ করেছে। এ নিয়ে ২৭ বারের মতো বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল সাময়িকীটি। এবারও তালিকার শীর্ষে রয়েছেন কার্লোস স্লিম। তিনি মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী।
ফোর্বস-এর দেওয়া তথ্য অনুসারে, কার্লোস স্লিমের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ২০১০ সাল থেকেই এই তালিকার শীর্ষে রয়েছেন। তালিকায় স্লিমের পরই রয়েছেন যুক্তরাষ্ট্রের বিল গেটস। তিনি যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৬৭ বিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের শিল্পোদ্যোক্তা আমানিকো ওরতেগা। তিনি বিশ্বের সবচেয়ে বড় পোশাক তৈরির প্রতিষ্ঠান জারার স্বত্বাধিকারী।
স্পেনে অর্থনৈতিক মন্দা ও ব্যাপক বেকারত্ব সমস্যার মাঝেও ওরতেগা তাঁর ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গত বছর আগের সম্পদের সঙ্গে ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার যোগ করেছেন। এতে করে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ বিলিয়ন ডলারে, যা তালিকার চতুর্থ অবস্থানে থাকা ওয়ারেন বাফেটের চেয়ে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বেশি। বিশিষ্ট মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ফোর্বস-এর তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী হচ্ছেন লিলিয়ান বেতেনকু। ফ্রান্সের প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়েল-এর স্বত্বাধিকারী বেতেনকু ফোর্বস-এর শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নবম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩০ বিলিয়ন ডলার।
এবারের তালিকায় বিশ্বের মোট এক হাজার ৪২৬ জন বিলিয়নিয়ারের নাম রয়েছে। তাঁদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। তালিকার ৪৪২ জনই যুক্তরাষ্ট্রের। এ ছাড়া ইউরোপের ৩৬৬ জন, আমেরিকার অন্য দেশগুলোর ১২৯ জন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০৩ জন রয়েছেন এ তালিকায়।
ফোর্বস-এর তথ্যমতে, ভারতের শীর্ষ ধনী হিসেবে রয়েছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক আম্বানির মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার কমে ২১ দশমিক ৫ বিলিয়নে নেমে এলেও তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ২২তম স্থানে রয়েছেন। এ ছাড়া ভারতের আরেক বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল তালিকায় ৪১তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ আগের বছরের চেয়ে চার বিলিয়ন ডলারের বেশি কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে।
গত বছর যদিও বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করেছে, তার পরও বিশ্বের মাল্টিমিলিয়নিয়ারদের এই তালিকায় স্থান করে নিয়েছেন নতুন ২১০ জন। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এই নতুন ২০১ জনের মধ্যে ৩৪ জন নারী, যদিও তালিকায় সব মিলিয়ে মাত্র ১৩৮ জন নারী রয়েছেন। এএফপি ও দ্য গার্ডিয়ান।প্রথম আলো