Saturday - March 15, 2025 2:52 AM

Recent News

গার্ডিয়ানের প্রতিবেদন : কার্বন নিঃসরণ কমাতে রাজি এলডিসি

 ডেস্ক : গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে রাজি স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি (লিস্ট ডেভেলপড কান্ট্রিস)। এ-সংক্রান্ত তাদের উদ্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের আলোচনাকে গতিশীল করতে পারে। তবে বিষয়টি ফলপ্রসূ হওয়ার জন্য দরকার উন্নত দেশগুলোর দৃঢ় অঙ্গীকার। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান গত বুধবার এক প্রতিবেদনে জানায়, এলডিসিভুক্ত ৪৯ দেশ এত দিন বলে আসছিল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রাথমিক দায়িত্ব শিল্পোন্নত দেশগুলোর। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড ঢেলেছে তারাই। তবে এলডিসি এখন অন্যদের মতো কার্বন নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা মেনে নিতে রাজি। তবে কবে, কোথায় আলোচনায় এলডিসিভুক্ত দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে রাজি হয়েছে সে ব্যাপারে পত্রিকাটি কিছু জানায়নি। বৈশ্বিক উষ্ণতার গতি ঠেকাতে কার্বন নিঃসরণ কমাতে হবে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সব দেশের মধ্যে একটি সমঝোতার চেষ্টা চলছে বেশ কয়েক বছর। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের আলোচনাকে গতিশীল করতে পারে এলডিসির উদ্যোগ। কারণ, এ ব্যাপারে দর কষাকষির প্রশ্নে এলডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ জোট।কালের কণ্ঠ

0Shares

COMMENTS