গোপনীয়তা ভাঙার কৌশল

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনকে শীতল অবস্থায় নিলে এতে সংরক্ষিত বিভিন্ন ফোন নম্বর, ছবি, কথাবার্তার সময় এবং ইন্টারনেট ব্যবহারের (ব্রাউজিং) গোপন তথ্য-উপাত্ত প্রকাশ হয়ে পড়ে। জার্মানির নিরাপত্তা-গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। জার্মানির এর্লানেজন-ন্যুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনকে ঘণ্টাব্যাপী হিমাঙ্কের অনেক নিচের (মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস) তামপাত্রায় নেন। এরপর ঠান্ডা ফোনটির ব্যাটারি দ্রুত বিচ্ছিন্ন করা হয় এবং আবার সংযুক্ত করা হয়। প্রক্রিয়াটি দ্রুত পুনরাবৃত্তি করে সংরক্ষিত বিভিন্ন তথ্যের গোপনীয়তা ভাঙতে সমর্থ হন গবেষকেরা। এরপর একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তথ্যগুলো কপি করে কম্পিউটারে নিয়ে বিশ্লেষণ করা হয়। তবে অ্যান্ড্রয়েডচালিত সব স্মার্টফোনের গোপনীয়তা এ প্রক্রিয়ায় ভাঙা সম্ভব হয় কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।প্রথম আলো