Saturday - March 15, 2025 4:35 PM

Recent News

ডায়াবেটিস এড়াতে চ্যাট!

ডেস্ক ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে শঙ্কিত! সকাল-বিকেল জিমে যাচ্ছেন? তার আর দরকার পড়বে না। ডায়াবেটিস ঠেকানো খুবই সহজ। কর্মস্থলের ডেস্ক থেকে উঠে সহকর্মী-বন্ধুর সঙ্গে চ্যাট বা গল্প করে আসুন কিছুক্ষণ। দিনে কয়েকবার এভাবে একটু সময় চ্যাট করলেই কেটে যাবে ডায়াবেটিসের কালো মেঘ। নতুন এক গবেষণায় এমন তথ্যই দিচ্ছেন ব্রিটেনের লিচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা। খবর ডেইলি মেইল অনলাইনের। গবেষকরা
জানান, যারা বেশিরভাগ সময় বসে কাটান, তারা প্রতিদিন মাত্র ৯০ মিনিট চ্যাট করলেই এড়াতে পারেন টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি। ফলে চিকিৎসকরা যাদের সপ্তাহে ১৫০ মিনিট কায়িক ব্যায়াম করার পরামর্শ দেন তা কমিয়ে আনা যেতে পারে। এতে সব সময় বসে থাকার অভ্যাসটাও কমে যাবে। প্রসঙ্গত, টাইপ-২ ডায়াবেটিসের পেছনে থাকে মূলত ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’। টাইপ-২ রোগীর শরীরে যে ইনসুলিন উৎপাদন বা তৈরি হয়, তা ব্যবহার করতে পারেন না। গবেষকরা দেখেছেন, টাইপ-২ ডায়াবেটিস ঝুঁকির জন্য দায়ী রক্তের শর্করা বা কোলেস্টেরলের মাত্রা কম সময় ডেস্কে বসে কাজ করা লোকের হ্রাস পায়, যা সম্ভব একমাত্র ব্যায়ামের মাধ্যমে। তাই কাজের ফাঁকে ফাঁকে উঠে সামান্য চ্যাট বা গল্পগুজবই পারে ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমিয়ে দিতে। গবেষক দলের প্রধান জোসেফ হেনসন বলেন, গবেষণায় আমরা দেখতে পেয়েছি, টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে ব্যায়ামের চেয়ে কিছুক্ষণের জন্য চ্যাট করা বেশি কার্যকর।সমকাল
0Shares

COMMENTS