Friday - March 14, 2025 7:43 PM

Recent News

তরমুজের পোশাক

ডেস্ক: চীনে এখন ভীষণ গরম। এই গরম থেকে বাঁচার জন্য অনেকে অনেক রকম পন্থ অবলম্বন করছেন। তার মধ্যে এক পিতা অবলম্বন করেছেন এক অভিনব পদ্ধতি। তিনি ফ্রিজে রেখেছিলেন তরমুজ। পরে তা যখন জমে কঠিন আকার ধারণ করেছে তখন তা কেটে তার সন্তানদের জন্য মাথার ক্যাপ বানিয়েছেন। বানিয়েছেন চশমা। এর ফলে সেখানে এই গরমে তরমুজের বহুবিধ ব্যবহারের তথ্য বেরিয়ে এসেছে। জুলাইয়ে ওয়েনঝু অঞ্চলে শুরু হয়েছে প্রচণ্ড গরম।মানবজমিন  

0Shares

COMMENTS