ধূমপানে নারীদের মৃত্যুঝুঁকি বাড়ছে – ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’র গবেষণা প্রতিবেদন

অনলাইন ডেস্ক : ষাটের দশকের তুলনায় সম্প্রতি ধূমপানের কারণে নারীদের মৃত্যুর ঝুঁকি বেড়েছে। বর্তমানে নারীদের ধূমপানের হার বেড়ে যাওয়ায় এ আশঙ্কা তৈরি হয়েছে। বিবিসি আজ বৃহস্পতিবার জানায়, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ নামের একটি সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের ২০ লাখের বেশি নারীর ওপর গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, কম বয়সে ধূমপান শুরু এবং বেশি সিগারেট সেবনের পর নারীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপে প্রথম প্রজন্মের নারী ধূমপায়ীর বিকাশ হয়। সে সময় অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ী নারীদের ফুসফুস ক্যানসারের আশঙ্কা ছিল তিনগুণ বেশি। ২০০০ থেকে ২০১০ সালের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বর্তমানের ধূমপায়ী নারীরা তাঁদের অধূমপায়ী বন্ধুদের চেয়ে ২৫ গুণ বেশি মৃত্যুর ঝুঁকিতে আছে। পুরুষেরা আশির দশক থেকেই এ ঝুঁকি বহন করে চলেছে। গবেষণা দলের প্রধান মাইকেল থুন বলেন, ‘কয়েক দশক ধরে নারীদের মধ্যে ধূমপানজনিত মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তাঁরা কম আলকাতরা ও নিকোটিনযুক্ত সিগারেট সেবন করলেও তা তাঁদের মৃত্যুঝুঁকি কমায় না। তিনি আরও বলেন, ওই ধরনের সিগারেট পুরুষদেরও ফুসফুসের রোগের ঝুঁকি বাড়াচ্ছে। গবেষক অধ্যাপক স্যার রিচার্ড পিটো বলেন, ‘নারীরা পুরুষের মতো ধূমপান করলে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।প্রথম আলো’