Wednesday - January 22, 2025 9:38 PM

Recent News

নিউইয়র্ক থেকে প্রকাশিত নবযুগে যোগ দিলেন আহসান পলাশ

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির সাবেক এক্সিকিউটিভ প্রডিউসার আহসানুল হক পলাশ নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগের নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন। চলতি সপ্তাহে তার হাতে নবযুগের যোগদান পত্র তুলে দিয়েছেন নবযুগ সম্পাদক ও নবযুগ মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও শাহাব উদ্দিন সাগর। এ সময় নবযুগেরর ব্যবস্থাপনা সম্পাদক জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি উপস্থিত ছিলেন। আহসানুল হক পলাশ নবযুগের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নবযুগের বাণিজ্য এবং বিপনন বিভাগেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নবযুগের ড্রিম প্রজেক্ট ‘নবযুগ বুলেটিন’ প্রযোজনার দায়িত্ব পালন করবেন আহসানুল হক পলাশ।

আহসানুল হক পলাশ বাংলাদেশের এনটিভিতে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ছিলেন এ প্রতিষ্ঠানের এক্সিউটিভ প্রডিউসার। তিনি ‘মা আমার মা’, ‘কেমন বাজেট চাই’, ‘গ্ল্যামার ওয়াল্ড‘, ‘ফ্রাঙ্কলি স্পিকিং’সহ বহু জনপ্রিয় অনুষ্ঠান প্রযোজনা করেছেন।
নিউইয়র্কে নবযুগের দায়িত্ব পালনকালে পেশাগত ক্ষেত্রে সহযোগিতার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

0Shares