Saturday - March 15, 2025 11:00 PM

Recent News

নারীদের শ্রবণশক্তি পুরুষদের তুলনায় বেশি!

শজারু পানিতে ভাসতে পারে। একজন সুস্থ মানুষ গড়ে সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। হাঁসের ডাক কখনো প্রতিধ্বনিত হয় না। কেন? কেউ ব্যাখ্যা করতে পারেননি। উটপাখির মস্তিষ্কের চেয়ে চোখ বড়। সবচেয়ে বেশি সময় উড়ে বিশ্ব রেকর্ড করেছিল একটা মুরগি। মুরগিটি উড়েছিল ১৩ সেকেন্ড! আট বছর সাত মাস ছয় দিন ধরে ক্রমাগত চিৎকার করুন। করলে কী হবে? চিৎকারের ফলে যে পরিমাণ শব্দশক্তি উৎপন্ন হবে, সেই শব্দশক্তি তাপশক্তিতে রূপান্তর করে এক কাপ চা গরম করা যাবে। নারীদের তুলনায় পুরুষেরা ছোট ছোট অক্ষর ভালোভাবে পড়তে পারেন। আর নারীদের শ্রবণশক্তি পুরুষদের তুলনায় বেশি।প্রথম আলো

0Shares