নিউইয়র্কে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্টস’ – এবিএএমটিএ’র আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রস্থ ২৭টি মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্ট প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করলো ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্টস’। নিউইয়র্কের মামা’স পার্টি হলে গত ১৭ মে শুক্রবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মাসুদ রানা তপনকে সভাপতি এবং অ্যাংকর ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারের সিইও এ এস এম মাঈন উদ্দিন পিন্টুকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি এনামুল কবির, পরিচালক (ট্রেজারার) সিপিএ মোহাম্মদ চিশতী, পরিচালক এ এস এম মাঈন উদ্দিন বাবলু, জয়নাল আবেদিন, জাকির কামাল, মোহাম্মদ এম খান আপেল, ফারহান চৌধুরী, মো. আমিনুল ইসলাম এবং কবির আহমেদ। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বি এ এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. আতাউর রহমান।
পরবর্তীতে কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ মালেককে প্রধান উপদেষ্টা এবং বিএ এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. আতাউর রহমান, সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও দেবশ্রী মিত্র, প্লাসিড এক্সপ্রেসের চিফ কমপ্লায়েন্স অফিসার এস এম রাকিবুজ্জামান হিমেল এবং শাকা এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এ এইচ এম কাদেরকে উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জয়নাল আবেদীন। এ সময় সংগঠনের সদস্যদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান এবং নেক্সাস ট্রাভেল অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট নুর উদ্দিন আফছার।