Monday - February 10, 2025 4:39 PM

Recent News

নিউইয়র্কে আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হককে স্মরণ : ‘কিছু কথা কিছু গান’ (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আনন্দধ্বনির প্রতিষ্ঠাতা ও সঙ্গীত সাধক ওয়াহিদুল হকের স্মরণে প্রথম শ্রোতার আসর ‘কিছু কথা কিছু গান’ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে।
৮ ফেব্রুয়ারি শনিবার জ্যামাইকার হিলসাইড এভিনিউর কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারে মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি ওয়াহিদুল হকের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
আনন্দধনির সভাপতি অর্ঘ্য সারথী সিকদারের সভাপতিত্বে এবং সংগঠক মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, ওবায়েদ উল্লাহ মামুন, মিথুন আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন নিউইয়র্কের বরেণ্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সঙ্গীত ও আলোচনায় ওয়াহিদুল হককে স্মরণ করা হয়। আলোচনায় ওয়াহিদুল হকের জীবনী ও কর্মযজ্ঞ তুলে ধরেন বক্তারা।
বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ করে শিল্পীদের অনবদ্য পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন। সমবেত কণ্ঠে অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনাও ছিল। অন্যদের মধ্যে একক সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব।
বক্তারা বলেন, ‘ওয়াহিদুল হক একজন কিংবদন্তী ছিলেন। তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের আলোকবর্তিকা হতে পারে।’
অর্ঘ্য সারথী সিকদার বলেন, ‘আনন্দধ্বনি প্রথম নিউইয়র্কে পহেলা বৈশাখ শুরু করেন। আমার এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে চাই।’
ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, ‘আমরা ব্যবসার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে যাচ্ছি। আনন্দধ্বনি আমাদের সাথে আছে।’ তাদের এ আয়োজনের সাথে থাকতে পেরে গর্ববোধ করছি।
কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ারের স্পন্সরে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সবার জন্য খাবারের আয়োজন করে।

0Shares