Monday - January 27, 2025 1:03 AM

Recent News

নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ’র ২৬ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ডে প্যারেড’ উপলক্ষে সংবাদ সম্মেলন; ৫০ টি সংগঠন অংশ নিচ্ছে

>br/<

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ২৬ মে রোববার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর আয়োজনে এই প্যারেডে প্রায় ৫০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে।


জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ডে প্যারেডের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ শহিদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, প্যারেড আয়োজক কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বাদল, নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, প্যারেড আয়োজক কমিটির সংস্কৃতি বিষয়ক প্রধান উপদেষ্টা সবিতা দাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মে রোববার রোববার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউর ৬৯-৮৭ স্ট্রিটে এই প্যারেড অনুষ্ঠিত হবে। হাজারো কর্ম ব্যস্ততার মধ্যেও নাড়ির টানে, দেশের টানে, মাতৃভূমির প্রতি ভালোবাসায় দল, মত, বর্ণ নির্বিশেষে এক অভিন্ন বাংলাদেশ ডে প্যারেডে এ পর্যন্ত প্রায় ৫০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করেছে। বাপাসহ প্রায় ৭টি সরকারী কর্মরত সংগঠন এ প্যারেডকে সাফল্যমন্ডিত করবেন। বাংলাদেশ সোসাইটি, জেবিবির দুই গ্রুপের নেতৃবৃন্দও প্যারেডে অংশগ্রহণ করবেন। এ আয়োজনে দল মত নির্বিশেষে একক কিংবা দলীয় ভাবে অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে। যারা আগে নাম তালিকাভুক্তি করবেন তারা আগে সিরিয়াল পাবেন। প্রতিটি সংগঠনের জন্য ২০০ এবং একক অংশ গ্রহণের জন্য ৫০ ডলার রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও জানানো হয়, বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের শ শ বরেণ্য শিল্পী সুললিত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। এ পর্যন্ত আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৫০ জন মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করবেন বলে নিশ্চিত করেছেন। মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা, ভাষা আন্দোলনের সকল শহীদকে আমরা শ্রদ্ধা জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে আমেরিকার মাটি ও মানুষের মাঝে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। “সবার উপরে মাতৃভূমি” এটাই আমাদের স্লোগান।
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ডে প্যারেডের আহ্বায়ক ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ প্যারেডের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে জানান। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি শাহ শহিদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, প্যারেড আয়োজক কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বাদল, প্যারেড আয়োজক কমিটির সংস্কৃতি বিষয়ক প্রধান উপদেষ্টা সবিতা দাস প্রমুখ।

0Shares