Saturday - January 4, 2025 2:43 PM

Recent News

নিউইয়র্কে কাউন্সিলম্যান প্রার্থী শহীদুলের ফান্ডরেইজিং ডিনার ৭ জানুয়ারি

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান প্রার্থী শাহ্ শহীদুল হকের সমর্থনে নিউইয়র্কে আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের ৩৭-৪৩ ৭৪ স্ট্রিটের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এদিন সন্ধ্যে ৬টায় এ ফান্ড রেইজিং অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ জুন অনুষ্ঠেয় সিটি কাউন্সিল প্রাইমারী নির্বাচনে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, উডসাইড ও ইস্ট এলমহার্স্ট এলাকা নিয়ে গঠিত সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৫ থেকে রিপাবলিকান প্রার্থী শাহ্ শহীদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহ্ শহীদুল হক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র সভাপতি।


শাহ্ শহীদুল হক জানান, তিনি বিগত ৩০ বছর ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সাবেক ছাত্র নেতা শাহ্ শহীদুল হক ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৫ থেকে অংশ নিয়ে ব্যাপক সমর্থন অর্জন করেছিলেন।
শাহ্ শহীদুল হকের নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাতে ৭ জানুয়ারির ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠানে রাজনীতি, ব্যবসায়ী, শিল্পী, লেখক, কমিউনিটি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাননো হয়েছে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে শাহ্ শহীদুল হক ক্যাম্পেইন কমিটি।

0Shares