নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সভা : সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রিপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় মোহাম্মদ জাকির হোসেনকে সভাপতি, মাস্টার সিরাজুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, রিপন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. শাহীন আলমকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান ও সহ সাধারণ সম্পাদক রিপন সরকারের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনকল্পে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার আবুল বাসার মিলন. নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আবদুল খালেক এবং আবুল খায়ের আকন্দ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভায় সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থীর নাম প্রস্তাব করার জন্য বলা হলে প্রতিটি পদে মাত্র একজন করে প্রার্থীর নাম প্রস্তাব আসে।
এতে সভাপতি পদে মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি পদে মাস্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রিপন সরকার এবং কোষাধ্যক্ষ পদে মো. শাহীন আলম এর নাম প্রস্তাব করা হয়। এসব পদে আর অন্য কোন প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিদায়ী কমিটির পরামর্শক্রমে নব নির্বাচিত কর্মকর্তাদের আগামী এক মাসের মধ্যে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, প্রফেসর সানা উল্লাহ, এডভোকেট রেদোয়ানা সেতু, জাকির হোসেন, মাস্টার সিরাজুল ইসলাম, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সালমা সুমি, কামাল হোসেন, মো. শাহীন আলম প্রমুখ।
সংগঠনের বিগত কমিটির কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান। বক্তারা বিদায়ী কমিটির বিগত দুই বছরের বিভিন্ন সমাজিক কর্মকান্ড সহ বিভিন্ন সেবামুলক কাজের প্রশংসা করেন।
সভার সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।