Monday - January 27, 2025 12:56 AM

Recent News

নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা) এর দিনব্যাপী বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী। গত ২৬ মে রবিবার জ্যাকসন হাইটস নবান্ন পার্টি সেন্টারে আনন্দঘন ও উৎসবমুখর এ অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সুস্বাদু ও মুখরোচক খাওয়া দাওয়ার আয়োজন ছিল অসাধারণ।
জুয়ানা বৈশাখী উৎসবের এইবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের নাট্যজগতের অন্যতম খ্যাতিমান অভিনেতা আজিজুল হাকিম, ছোটপর্দার প্রখ্যাত প্রযোজক জিনাত হাকিম, নাট্য অভিনেত্রী ফারজানা ছবি, বিশিষ্ট অভিনেত্রী নাজা হাকিম।
আরো ছিলেন ইউএস সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাটর্নি মূলধারার রাজনীতিবিদ অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন ( BAPA) এর সেক্রেটারি রাসেক মালিক, বিশিষ্ট নাট্য প্রযোজক জান্নাতুল টুম্পা, কমিউনিটি এক্টিভিস্ট প্রিসিলাসহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আজিজুল হাকিমকে সম্প্রতি বাংলাদেশ চলচিত্র সেন্সরবোর্ডের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানার ) পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় জুয়ানা বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে সিনিয়র এলামনাইদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা আজিজুল হাকিমকে জুয়ানার আজীবন সদস্য হিসাবে বিশেষ সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিখ্যাত আইটি ইনস্টিটিউট – iDataCore InfoTech আইডাটাকোর ইনফোটেকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সিইও ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলাকে কম্যুনিটির সেবামূলক কাজের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।
জুয়ানার সিনিয়র সহ-সভাপতি মেহেরুন নাহার মাজেদার সভাপতিত্বে ও জুয়ানা সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সহ-সভাপতি জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনের বৈশাখী উৎসবে উপস্হিত যুক্তরাস্ট্রে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের এলামনাইবৃন্দ সংক্ষিপ্ত পরিচয়মূলক বক্তব্য রাখেন।
জাকজমকপূর্ণ বৈশাখী উৎসবের এই আয়োজনে উপস্থিত সিনিয়র এলামনাইদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ব্যাচ রসায়নের মোহাম্মদ মোত্তালিব, সপ্তম ব্যাচ পরিসংখ্যানের মুজিবুর রহমান মুজিব, সপ্তম ব্যাচের মোহাম্মদ মফিজ উদ্দিন, সপ্তম ব্যাচ ইতিহাসের শহীদুল্লাহ খান মানিক, অষ্টম ব্যাচ ফিজিক্সের মোজ্জাম্মেল হক দুলাল ও নুরজাহান মেঘনা অষ্টম ব্যাচ অর্থনীতির রানা রায়হান ও নাহিদ সুলতানা লিখন, নবম ব্যাচের আশুতোষ সাহা, ত্রয়োদশ ব্যাচের আহসান হাবিব জুয়েল, দ্বাদশ ব্যাচের হাবিবুর রহমান হাবিব সহ সিনিয়র জাবিয়ান সাবেক শিক্ষার্থীবৃন্দ।
বিপুল সংখ্যক জাবিয়ান এলামনাই ও তাদের পরিবারের উপস্থিতিতে নবান্ন পার্টি সেন্টারটি কাণায় কাণায় ভরে যায়। শুভেচ্ছা বক্তব্যে জুয়ানা সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল জুয়ানা বৈশাখী উৎসবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অতিথিরা জানান, বিভিন্ন জাবিয়ান পরিবারের পক্ষ থেকে সরবরাহকৃত প্রায় ২০/২৫ ধরণের বিভিন্ন সুস্বাদু খাবারের প্রতিটি আইটেমই ছিল সত্যিই মুখরোচক।
শেষে বিশিষ্ট নাট্য অভিনেত্রী ফারজানা ছবির মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রোগ্রাম সিনিয়র জুনিয়র সকল উপস্থিত জাবিয়ান প্রাক্তন ছাত্র ছাত্রী ও আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন। জুয়ানা বৈশাখী উৎসব ২০২৪ আয়োজক কমিটির পক্ষ থেকে মেহেরুন নাহার মাজেদা (ফিজিক্স 16), জিয়াউল হক জিয়া(ম্যাথমেটিক্স 31st ), ও জুয়ানার সাধারণ সম্পাদক আহমেদ সোহেল উপস্থিত সকল জাবিয়ান ও তাদের পরিবারকে অনেক কষ্ট করে দূরদূরান্ত থেকে জুয়ানা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0Shares