Friday - March 21, 2025 3:48 AM

Recent News

নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে গত ১৬ মার্চ রবিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসের ঢাকাবাসী ছাড়াও ছিলেন বিশিষ্টজনেরা।
মাহফিলে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সমন্বয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রবাসে মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ তার বক্তব্যে এমন একটি আয়োজনের গুরুত্ব অপরিসীম ছিল বলে মন্তব্য করেন। মাহফিলে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু মাহফিলে বিপুল সাড়া দেওয়ায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন কমিনিটি লিডার ডা. মাসুদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মো. রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রধান পৃষ্ঠপোষক শাহীনুর রহমান বিপ্লব, পৃষ্ঠপোষক মো. ফরিদ খান, প্রধান সমন্বয়কারী আকতার সিদ্দীকী শামিম, সমন্বয়কারী তানভীর আহমেদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মো আমান উল্লাহ আমান, মো হাবিব জোয়ার্দার, শেখ সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম ও সোয়েব হোসেন খান।
ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক আজাদ রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী সবুজ, আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আজাদ হোসেন, তানবীর এ মিলন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফজলুল হক, মো. আবদুস সামাদ, মিশুক সেলিম, মোহাম্মাদ আরিফ সিদ্দিকী, মো. কাউসার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সহকারী সাধারণ সম্পাদক দেওয়ান কাউসার, দফতর সম্পাদক মো. ফরিদ খান, মহিলা সম্পাদিকা শারমিনা লিপি, কার্যকরি সদস্য মোস্তফা কামাল মুকুল, মো. আউলাদ হোসেন প্রমুখ ছিলেন অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নে ব্যস্ত।
উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন’।

0Shares