Sunday - January 26, 2025 4:51 AM

Recent News

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে অভ্যর্থনা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে জেএফকে এয়ারপোর্টের টার্মিনাল-৮ এ ঘটনা ঘটে। জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রে এসেছেন ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন। এ সময় দলীয় কোন্দল থেকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। গ্রুপিং-দ্বন্দ্বে জড়ালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিজেদের গ্রুপের শক্তির জানান দিতে দুই গ্রুপ শক্ত অবস্থান নেয়। নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে বিমানবন্দর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে এবং স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সহায়তায় ড. হাছান মাহমুদকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান দলের নেতা-কর্মী বেশী । সবাই পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলো । তাই একটু ভিড় হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। বৃহস্পতিবার স্টেট আওয়ামী লীগের সংবর্ধনায় কোনো ধরনের গ্রুপিং হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

0Shares