Wednesday - January 22, 2025 6:28 PM

Recent News

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির নয়া কমিটি : সভাপতি শেখ মামুন, সাধারণ সস্পাদক শামীম (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক ও মূলধারার সহযোগী সংগঠন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এর নয়া কমিটি গঠিত হয়েছে। গত ২০ নভেম্বর ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে সংগঠনটির এক সভায় শেখ আল মামুন সভাপতি এবং মো. শামীম মিয়া সাধারণ সস্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্যান্ডস-এর বিদায়ী সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সস্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় যৌথ সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টি প্রদীপ মালাকার, সহ সভাপতি রফিকুল ইসলাম, শেখ আল মামুন, ও তপন সেন, সহ সাধারণ সস্পাদক মো. হাসান জিলানী, কোষাধ্যক্ষ শামীম আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী আকন্দ, সাংস্কৃতিক সস্পাদক মো. মোশাহীদ চৌধুরী, ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট জীবন কৃষœ মন্ডল, কার্যকরী সদস্য শ্যামল কান্তি চন্দ প্রমুখ।
সভায় নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সস্পাদককে বিদায়ী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সাথে পরামর্শক্রমে চার বছর মেয়াদী ব্যান্ডস-এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শেখ আল মামুন এবং সাধারণ সস্পাদক মো. শামীম মিয়া তাদের নির্বাচিত করার জন্য সংগঠনের সদস্যেদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তারা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে অগ্রণী ভূমিকা রাখবেন।

0Shares