নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির শপথ গ্রহণ; শাহ নেওয়াজ চেয়ারম্যান নির্বাচিত

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের যৌথ সভা গত ৪ মে রোববার বাংলাদেশ সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুনও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, মোঃ আতোয়ারুল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ এম নেওয়াজ, ডা: মোঃ এনামুল হক, জুনেদ আহমদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব এবং নাঈম টুটুল।
যৌথ সভায় নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। শপথ গ্রহণ শেষে ট্রাস্টি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের সভাপতি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস্টি সদস্যদের আগামী দিনে সংগঠনের সকল কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। একইসাথে অগ্রাধিকার ভিত্তিতে সোসাইটির জন্য বাংলাদেশ সেন্টার করার ব্যাপারে তাদের বিশেষ সহযোগিতা কামনা করেন। এ সময় ট্রাস্টি সদস্যরা সোসাইটির কল্যাণে সব ধরনের সহযোগিতা নিয়ে সব সময় পাশে থাকবেন বলে জানান।
এদিকে শপথ গ্রহণের পরপর বোর্ড অব ট্রাস্টির সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী বোর্ড অব ট্রাস্টির প্রথম সভায় চেয়ারম্যান নির্বাচিত করার কথা থাকায় সভায় সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য শাহ এম নেওয়াজকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, আগামী ১ জুন থেকে এই ট্রাস্টি বোর্ড তাঁদের দায়িত্ব গ্রহণ করবে এবং আগামী ৩১ মে, ২০২৭ সালে তাঁদের দায়িত্ব কাল শেষ হবে।