Thursday - May 1, 2025 6:26 PM

Recent News

নিউইয়র্কে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুল (সা:) এর সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র নিউইয়র্ক নর্থ জোনের এডুকেশন ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন। গত ২৬ ও ২৭ এপ্রিল দুইদিন ব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় মুনা সেন্টার অফ জ্যামাইকায় (মসজিদ আর রাইয়্যান)। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
দেড় শতাধিক সিনিয়র মেম্বার ও মেম্বারদের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রফেসর ড: মোহাম্মদ রুহুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবুসামীহাহ সিরাজুল ইসলাম, মাওলানা তোয়াহা আমিন খান, ডা: আতাউল ওসমানী, সাফায়েত হোসেন সাফা, মঞ্চে উপস্থিত ছিলেন ন্যাশনাল এসিস্টেন ফাইন্সাস ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন, জোনের সহ সাধারণ সম্পাদক সম্পাদক দিদারুল আলম।
ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বলেন, আল্লাহর জমিনে তাঁর দ্বীন বেঁচে আছে ত্যাগের ও তিতিক্ষার কারণে। বিশ্বের দিক-দিগন্তে ইসলামের অমিয় বাণী পৌঁছিয়ে দেওয়ার পিছনে আল্লাহর ত্যাগী বান্দাদের অবদান অনস্বীকার্য। নবী-রাসূল এবং তাদের একনিষ্ঠ অনুসারীদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছে। তিনি বলেন, সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুল (সা:) এর সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়।
অন্যান্য আলোচকবৃন্দ বলেন, আল্লাহর এ যমীনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠায় পৃথিবীর পথে-প্রান্তরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। এ পথে নির্যাতনের কঠিন অগ্নিপরীক্ষায় সঁপে দিতেও তারা বিন্দুমাত্র পরওয়া করেননি। তাদের রক্তের অক্ষরে লেখা ত্যাগের অমলিন ইতিহাস আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। তারা বলেন, রহমানের বান্দারা হবে, সর্বদা বিনয়ী, নম্র, ধৈর্য ও সহিষ্ণুতার গুণে গুণান্বিত। তারা গর্ব ও অহঙ্কারসহ সকল অসদাচরণ পরিত্যাগ করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক উন্নয়নে রাতের সালাতে অভ্যস্ত হতে হবে।
আলোচকবৃন্দ আরো বলেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনের কার্যকরী কমিটির সদস্য প্রসেফর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মঞ্জুর আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির প্রমুখ।

8Shares