Thursday - November 21, 2024 1:48 AM

Recent News

নিউইয়র্কে লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শাহীদ আলীকে ছাতক সমিতি ইউএসএ’র সংবর্ধনা প্রদান (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মুহাম্মদ শাহীদ আলীকে সংবর্ধনা প্রদান করেছে ছাতক সমিতি ইউএসএ ইনক। গত ১০ নভেম্বর ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে এক আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ছাতক সমিতির সভাপতি মানিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদ ও সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল ও সদস্য আব্দুল বারী চপলের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসাসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, সাবেক ট্রাস্টি তোফায়েল চৌধুরী, ইকবাল আহমেদ মাহবুব, আব্দুস সহিদ, প্রবীণ কমিউনিটি লিডার আব্দুর রব ধলা মিয়া. ছাতক সমিতির উপদেষ্টা মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া. কাজী আবু বকর. জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম. বাংলাদেশ সোসাইটি ইনকের নব নির্বাচিত কোষাধ্যক্ষ মফিদুল ইসলাম ভুইয়া রুমি. সাহিত্য বিষয়ক সম্পাদক ফয়সল আহমেদ, নব নির্বাচিত সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামিল আনসারি. কমিউনিটি এক্টিভিস্ট আমিনুল হক চুন্নু. সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হুসেন রুবেল. সহ সভাপতি আব্দুল আজিজ. কাজী আবুল খয়ের. কাজী মুমিনুল ইসলাম. তাজ উদ্দিন. মঈদুল ইসলাম. এড মঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আদিল উদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন সহ সভাপতি মাওলানা আতিকুজ্জামান আতিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রইছ আলী।
অনুষ্ঠানে ছাতক সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং সমিতির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহীদ আলীকে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সমিতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল আহমেদ মাহবুব, এস এম জলিল, আপ্তাব আলী এবং সদ্য বিদায়ী সভাপতি এম এ খালেক কে ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসাসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি লোকমান হোসেন লুকু. শামীম আহমেদ. শফি উদ্দিন তালুকদার. মোহাম্মদ জাবেদ উদ্দিন. কোষাধ্যক্ষ আলিম উদ্দিন. সদস্য হোমায়ুন কবির সোহেল. কাজীরুল ইসলাম শিপন. মোহাম্মদ আবু ফজর. আল আমিন চৌধুরী জনি. দেলোয়ার হুসেন. আরজ মিয়া. ছাতক সমিতির কোষাধ্যক্ষ শামীম উদ্দিন. শুকুর আলী. আব্দুল হালিম. দিনারুল ইসলাম. নবিজ আলী. সৌরভ কর. তাজ উদ্দিন লিটন. মাহিন আহমেদ. মোস্তাক আহমেদ. মোয়াজ্জেম হুসেন. আব্দুল কাইয়ুম. ফয়সল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ছাতকবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাতক সমিতি ইউএসএ’র কর্মকর্তারা।
সংবর্ধিত অতিথি মুহাম্মদ শাহীদ আলী বলেন, তিনি সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্টশিয়াল নির্বাচন পর্যবেক্ষনের জন্য এবার নিউইয়র্কে আসেন। শাহীদ আলী তার বক্তৃতায় ছাতক সমিতি ইউএসএ’র প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, দেশে-প্রবাসে ছাতকবাসীর সেবায় সংগঠনটি অসামান্য অবদান রেখে চলেছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল অভিবাসন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলতে দেখা গেছে, নথিবিহীন অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো হবে। অ্যাটর্নি মঈন চৌধুরী নথিবিহীন অবৈধ অভিবাসী সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও ছাতক সমিতি ইউএসএ’র অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহীদ আলী সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্টশিয়াল নির্বাচন পর্যবেক্ষনের জন্য নিউইয়র্কে আসেন। নিউইয়র্ক আগমন উপলক্ষে তার সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

0Shares