Wednesday - January 22, 2025 5:58 PM

Recent News

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ’র আহবায়ক কমিটি : আহ্বায়ক কামরান, সদস্য সচিব শাহ সেলিম

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএস এ ইনকের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ ইনকের এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন : আহ্বায়ক রিয়াজ উদ্দিন কামরান, সদস্য সচিব শাহ সেলিম আহমেদ, সদস্য মনসুর আহমেদ চৌধুরী, কফিল আহমদ চৌধুরী, আব্দুল আহাদ হেলাল, সাজন খান, শ্যামল কান্তি চন্দ্র, শাহ কামাল উদিন, শাহেদ খান, মাজলুল আহমেদ কামরান, হুমায়ুন আহমেদ চৌধুরি, মুজিবুর রহমান মেম্বার, শফিকুল আলম, মিজানুর রহমান বনাম, মোহাম্মদ রেজাউল হক রুহেল, জিয়াউল ইসলাম জিনুক ও আজাদুল ইসলাম আলমগীর।

0Shares