Saturday - April 19, 2025 10:46 AM

Recent News

নিউইয়র্কে ২০২৫ এর জুন/জুলাই মাসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক লোক সংগীত

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আন্তর্জাতিক লোক সংগীত অনুষ্ঠিত হবে ২০২৫ সালের জুন/জুলাই মাসে। গত ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিআন্তর্জাতিক লোক সংগীত প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে ও তাহামী পারভিন মুন্নির পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, সনি হোসেন বাচ্চু, সেলিনা বানু, মহর খান, হাসমত আলী।
ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস, আবহাওয়াসহ নানাভাবে প্রকৃতির পরিবেশ ভাল না হওয়ায় আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২২ শে ডিসেম্বর পরিবর্তন করে ২০২৫ সালের জুন-জুলাই মাসে সম্মেলন করার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানান হয়, আগামী বছর শুকনো মৌসুমে বড় করে দেশ-বিদেশী শিল্পী নিয়ে একটি বড় করে আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন অনষ্ঠিত হবে। যারা এই সম্মেলনে সর্বাত্মকভাবে কাজ করে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আন্তর্জাতিক লোক সংগীত এই প্রবাসে দীর্ঘ ২০ বৎসর যাবত অনুষ্ঠিত হচ্ছে। দেশে ও বিদেশের অনেক নামীদামী শিল্পী নিয়ে প্রবাসের বাঙালীরা উপভোগ করেন। বাংলা, মাটির গান লোক সংগীত এই প্রবাস থেকে হারিয়ে যাচ্ছিল। সেই মাটির গান প্রবাসী বাঙালীর মাঝে টিকিয়ে রাখার জন্য, যাতে মাটির গান কোন দিন হারিয়ে না যায় সেই জন্য লোক সংগীত সম্মেলন দীর্ঘ ২০ বছর ধরে চলে আসেেছ। তাই আগামী বছর আন্তর্জাতিক লোক সংগীত বিশেষভাবে অনুষ্ঠিত হবে।

1Shares