Sunday - December 22, 2024 5:09 PM

Recent News

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলমের সন্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জসিম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাছির, এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, শাহাতাৎ হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ন সদস্য সচিব সাইদুর খান ডিউক, নিউইয়র্ক স্টেট বিএনপি সাবেক যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, এজিএম জাহাঙ্গীর, গোলাম এন হায়দার মুকুট, ফারদিন রনি।
অন্যান্নের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন মিয়া, সাবেক সদস্য কামাল হাওলাদার, শেখ জহির, সাবেক সদস্য জামাল হোসেন, আব্বাস উদ্দিন, মোঃ হাসান, মিজানুর রহমান মিজান, শরীফ চৌধুরী পাপ্পু, স্টেট বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, নুরুল হুদা, জামালুর রহমান, সুলতান আহমেদ ভুইয়া, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জিয়া হল শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাকিব হোসেন, মহানগর দক্ষিন নেতা মোঃ নাজমুল হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর তাছলিমা পলি, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, ইডেন কলেজের ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুক্তা আক্তার প্রমুখ।
লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চক্রান্ত রুখে দিতে হবে। তিনি বলেন, বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় গঠনমুলক যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করেন।
স্বাগত বক্তব্যে মোঃ সোহরাব হোসেন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপিকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সমন্বয়ে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন খোকন বলেন-বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে ব্যর্থ করার চক্রান্ত রুখে দিতে হবে। তিনি বলেন বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় গঠন মুলক যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করেন।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন,- দেশে-বিদেশে আওয়ামী প্রেতাত্মারা যেন আর রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে না পারে সেই জন্য বিএনপিকে আরো বেশী ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

0Shares