Thursday - January 23, 2025 8:49 PM

Recent News

নিউইয়র্ক সিটিতে ডাবল পার্কিং করলেই জরিমানা

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে এখন থেকে বাস স্টপেজ ব্লক করে বাস লেনগুলিতে ডবল পার্ক করলে জরিমানা করা হচ্ছে। সিটির বিভিন্ন জায়গায় বসানো স্বয়ংক্রিয় ক্যামেরা দ্বারা এই জরিমানা করা হবে। প্রথমবার এই অপরাধ করলে জরিমানা করা হবে ৫০ ডলার। দ্বিতীয়বার একই অপরাধ করলা জরিমানা করা হবে ২৫০ ডলার। ১৯ আগস্ট সোমবার এই নিয়মটি কার্যকর করে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। ইতোমধ্যে কয়েকটি বাসকে জরিমানার আওতায় আনা হয়েছে।


জানা যায়, নিউইয়র্ক সিটিতে ১৫ হাজারেরও বেশি বাস স্টপেজ ব্লক আছে। এই ব্লকগুলোতে যেসব চালক দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করাচ্ছেন কিংবা গাড়ি পার্ক করিয়ে রাখছেন, তাদের মেইলে ৫০ ডলার জরিমানা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে এ জরিমান ২৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। এমটিএ কর্তৃপক্ষ জানায়, জরিমানার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে। এই নিয়ম কার্যকর করার জন্য এই রুটের ১৪ টি রুটে ৬২৩ টি বাসে স্বয়ংক্রিয় এই ক্যামেরা ব্যবহার করা হবে। এমটিএ কর্তৃপক্ষ আরও জানায়, স্বয়ংক্রিয় ক্যামেরা প্রয়োগকারী প্রোগ্রামটি দুই মাস আগে শুরু হয়েছিল। কিন্তু তখন শুধুমাত্র সতর্কতা জারি করা হতো। এমটিএয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর শেষে ১,০২৩ টি বাসে স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হবে। এসব স্বয়ংক্রিয় ক্যামেরা অপরাধী, যানবাহনের ছবি এবং ভিডিও ধারণ করবে। তাদের লাইসেন্স প্লেটের তথ্য, অবস্থান ও সময় শনাক্ত করে রাখবে। তারপর এই তথ্য নিউইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন বিভাগে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে। নিউইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন কমিশনার ইয়দানিস রদ্রিগেজ জানালেন, নিউইয়র্ক সিটিতে পাবলিক বাসগুলোর ধীর গতির কারনে যানজট নিত্য দিনের সঙ্গী। যা শহরবাসীর ভোগান্তির কারন হয়ে দাড়িঁয়েছে। এর পেছনের কারণ খুজঁতে গিয়ে আমরা দেখলাম সিটিতে যেসব চালক রাস্তায় গাড়ি চালান তাদের ৮০ শতাংশের বেশি বাস লেন ব্লকার একবারের বেশি টিকিট পান না।

0Shares