Sunday - January 26, 2025 4:28 AM

Recent News

নিউইয়র্ক সিটি কাউন্সিলমেম্বার শাহানা হানিফের এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিদর্শন

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ব্রুকলিন ডিষ্ট্রিক-৩৯ এর কাউন্সিলমেম্বার শাহানা হানিফ গত ১ জুন শনিবার অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) পরিদর্শন করেন। তিনি ইডিপিতে পৌঁছালে সংস্থার প্রতিষ্ঠাতা ও সচিব আম্বিয়া বেগম ও সমন্বয়কারী উর্মি তাহমিনা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। কাউন্সিলমেম্বার শাহানা ইডিপি পরিচালিত কম্পিউটার ক্লাস ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সাথে পরিচিত হন।
এ সময় ইডিপির কম্পিউটার প্রশিক্ষক জুবায়ের আব্দুল্লাহ স্বাগত বক্তব্যে ইডিপির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণার্থীরা তাঁদের লব্ধ জ্ঞান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
কাউন্সিলমেম্বার শাহানা হানিফ প্রশিক্ষণার্থীদের উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক মূল্যবান বক্তব্য দিতে গিয়ে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার ব্যবহার জানা সবার জন্য অপরিহার্য। তিনি আরো বলেন, শনিবার ও রবিবারে এই কাজটি প্রশংসার দাবী রাখে। যখন কেউ পরিচিত হয় তখন আমার ভাল লাগে যদি প্রশ্ন করে কোন বিষয়ে। এ বিষয়ে সরকার সার্ভিস দিয়ে যাচ্ছে। আমি মনে করি যাঁরা আলোচনা করবেন বা কোন ব্যাপরে ইনকোয়ারী করবেন তাঁরা আমাদের দেশের জন্য প্রাণভরা মানুষ। আমরা চেষ্টা করবো সব শেয়ার করতে আর নিজেদের কাছে প্রশ্ন করি এটা কেন হচ্ছে কি হচ্ছে কেমন করে হচ্ছে ইত্যাদি। তাতে আমাদের সোসাইটি সমৃদ্ধ হবে। শাহানা স্টুডেন্টদের সাথে মতবিনিময় করার জন্য মাঝে মধ্যেই আসবেন বলে জানান।
ইডিপির প্রতিষ্ঠাতা ও সচিব আম্বিয়া বেগম বলেন, নিজ অর্থায়নে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন যদিও খুবেই কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। অনেক প্রতিকূলতা আর সংগ্রামের ফসল এই ইডিপি যা নিইউয়র্ক স্টেটের আইন কানুন মেনে প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটালাজেশনের যুগে শিক্ষার্থীরা শিখতে পারছেন অনেক অজানা বিষয়। কিছু ষাটোর্ধ শিক্ষার্থী আছেন যাঁরা কম্পিউটারের মাউস ধরতে জানতেন না আজকে তাঁরা এই প্রশিক্ষণের সাথে জড়িয়ে শিখতে ও জানতে পেরেছেন অনেক কিছু। আম্বিয়া আরো বলেন, আমাদের উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সচেতন জনবল গড়ে তোলা। যদি সমাজের উচ্চবিত্ত ও দানশীল প্রতিষ্ঠান ইডিপির প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাহলে আরো ভাল ভাল কাজ করা সম্ভব। এগিয়ে যাবে মানুষ, এগিয়ে যাবে সমাজ। এক্ষেত্রে তিনি তাঁদের ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন প্রতিষ্ঠানের সমন্বয়ক উর্মি তাহমিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দক্ষ জনগোষ্ঠী তৈরী করার জন্য। আম্বিয়া বেগম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি কাউন্সিলমেম্বার শাহানা হানিফের প্রতি তাঁর সদয় পরিদর্শন ও অনুপ্রেরণা মূলক বক্তব্যের জন্য।

0Shares