Friday - January 24, 2025 11:13 PM

Recent News

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস উদ্‌যাপন

ইউএসএনিউজঅনলাইন.কম : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট আওয়ামী এস্টোরিয়া বৈশাখী রেষ্টুরেন্টে গত ৭ই জুন শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মহিউদ্দিন মহি এবং সভা পরিচালনা করেন স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীন।
সভার শুরুতেই বঙ্গবন্ধু ও ৬ দফা আন্দোলনের শহীদের স্মরনে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী সহ সভাপতি মোঃ সাজ্জাদ প্রামানিক বাচ্চু, সহ সভাপতি এম আর সেলিম ও হুমায়ুন কবীর, উপদেস্টা সিরাজুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক স্বীকৃতি বডুয়া, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, গোলাম রব্বানী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা মোঃ আলম, আসাদ্দুজামান খান জুয়েল, ইসহাক মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউল সাকের জ্যুতি, কেন্দ্রীয় সাবেক যুবলীগ নেতা এডবোকেট সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

0Shares