Saturday - March 15, 2025 5:47 PM

Recent News

পারিবারিক উপদেশ নয় শিশুদের পছন্দ ইন্টারনেট!

দাদা-দাদিসহ বয়োজ্যেষ্ঠদের উপদেশ উপেক্ষা করে শিশুরা এখন ইন্টারনেট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছে। যুক্তরাজ্যের প্রচারমাধ্যম পর্যবেক্ষক সংস্থা অফকমের গবেষকেরা দেড় হাজার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও তাঁদের পরিবারের শিশুদের ওপর জরিপ চালিয়েছেন। শিশুরা ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোনে যেকোনো তথ্যের জন্য গুগল, উইকিপিডিয়া ও ইউটিউবের মতো ওয়েবসাইটে খোঁজ করে। গবেষণায় অংশগ্রহণকারী দাদা-দাদিদের চারজনের কেবল একজনের কাছে শিশুরা কাপড় ধোয়া, রান্না করা বা কাপড়ে বোতাম লাগানোর কৌশল জিজ্ঞেস করে। গবেষণায় অংশগ্রহণকারী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ৯৬ শতাংশই শৈশবে কোনো সমস্যায় পড়লে দাদা-দাদিকে প্রশ্ন করতেন। দুই-তৃতীয়াংশ ব্যক্তি মনে করেন, আধুনিক পারিবারিক জীবনে দাদা-দাদির ভূমিকা ক্রমে কমে আসছে। টেলিগ্রাফ।প্রথম আলো
0Shares

COMMENTS