Saturday - March 15, 2025 11:11 AM

Recent News

প্রাণের অনুকূল ছিল মঙ্গল!

 ডেস্ক : মঙ্গলে এক সময় প্রাণের অনুকূল পরিবেশ ছিল। মঙ্গলের বুক থেকে মহাকাশযান কিউরিওসিটির সংগ্রহ করা পাথরের নমুনা বিশ্লেষণ করে এ সম্ভাবনার কথা জানাল নাসা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সর্বশেষ প্রাপ্ত তথ্য সম্পর্কে জানান সংস্থাটির বিজ্ঞানীরা। ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহের পার্বত্য এলাকায় একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান গবেষণা সংস্থা নাসার রোভার কিউরিওসিটি। রোভারটির পাঠানো তথ্যে মঙ্গলের মাটিতে সালফার, নাইট্রোজেন, ফরফরাস, কার্বনের মতো প্রাণের সহায়ক একাধিক পদার্থের অস্তিত্বের কথা জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।সমকাল

0Shares

COMMENTS