Friday - March 14, 2025 1:57 PM

Recent News

প্রিয়তমার জন্য ৩০০০ মাইল

নিজের ভালোবাসার মানুষটির জন্য মানুষ যে কত কিছু করতে পারে তার বহু উদাহরণের কথা হয়তো এর আগেও আপনি শুনেছেন। তবে প্রতিটি মানুষের ভালোবাসার ধরন যেমন আলাদা ঠিক তেমনি স্বতন্ত্র তাদের ভালোবাসার প্রকাশভঙ্গিও। আর এমনই এক ব্যতিক্রমী প্রকাশভঙ্গী দিয়ে ভালোবাসা দিবসের এই মাসে সংবাদ শিরোনাম হয়েছেন লন্ডনের অধিবাসী হ্যারি মার্টিন ড্রেয়ার। নিজের ভালোবাসার মানুষের হাতে বাগদানের আংটি তুলে দিতে ড্রেয়ার একটানা পঞ্চাশ দিনের রোয়িংয়ের মাধ্যমে পাড়ি দিয়েছেন ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ আটলান্টিক মহাসাগরের ৩০০০ মাইলেরও বেশি পথ। পথে মোকাবেলা করেছেন সাগরের উত্তাল ঢেউ, অসহনীয় গরম আর হাঙ্গরের ভয়কে। নৌকা বাইতে বাইতে হাতো ফোস্কা পড়েছে, ক্লান্তিও বহুবার চেয়েছে হারিয়ে দিতে। তবু ভালোবাসা আর নিজের প্রগাঢ় ইচ্ছাশক্তি হার মানতে দেয়নি তাকে। বরং সহযোগী বন্ধু অ্যালেক্স ব্র্যান্ডকে নিয়ে একসময় তিনি ঠিকই পৌঁছাতে সক্ষম হয়েছেন বার্বাডোজের পোর্ট সেন্ট চার্লসে আগে থেকেই অপেক্ষা করা প্রিয়তমার কাছে। ততদিনে চুল-দাড়ির আধিক্য দেখা দিয়েছে ড্রেয়ারের চেহারাতে। ক্লান্ত শরীরে এক পা এগোনোর ক্ষমতাও যেন অনেকটাই হারিয়ে গেছে। তবু টলতে টলতে কোনোমতে এতদূর পথ বয়ে আনা আংটিখানা বাড়িয়ে দিতে সক্ষম হন ২৭ এ পা দেওয়া লুসি প্লান্টের দিকে। আর এতটা পথ পাড়ি দিয়ে আসা প্রেমিক ড্রেয়ারকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে তার প্রেয়সী লুসি প্লান্টেরও ছিল না সে তো বলাই বাহুল্য। এদিকে ড্রেয়ারের এই কাণ্ডকে যারা স্রেফ ভালোবাসার পাগলামি বলেই উড়িয়ে দিতে চাইছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই যাত্রায় ব্যক্তিগত লক্ষ পূরণের পাশাপাশি লিউকোমিয়া ও ডায়বেটিস আক্রান্তদের সাহায্যার্থে প্রায় দেড় লাখ পাউন্ডের তহবিলও সংগ্রহ করেছেন ব্যতিক্রমী এই প্রেমিক।ইত্তেফাক

0Shares

COMMENTS