ফেসবুকের লাইক থেকে ব্যক্তিত্বের ধারণা

অনলাইন ডেস্ক : ফেসবুকে কোনো মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করলে লাইক বাটনে ক্লিক করেন ফেসবুক ব্যবহারকারী। আর এই ‘লাইক’ দেওয়ার বিষয়টিই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য যথেষ্ট। সম্প্রতি যুক্তরাজ্যের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফেসবুক লাইক বিশ্লেষণ করে ব্যক্তিত্ব নির্ণয় করার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। পিএনএএস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, ফেসবুকের লাইক দেওয়ার ধরন দেখে সঠিক ব্যক্তিত্ব নির্ণয় করা সম্ভব। জাতি, ধর্ম, রাজনীতিসহ ব্যক্তিগত নানা তথ্য ফেসবুকের লাইক দেওয়া দেখেই সঠিকভাবে ধারণা করা সম্ভব। ৫৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর মধ্যে গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, ফেসবুক লাইক থেকে ব্যক্তিত্বের ধরন জানা গেলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে। তবে তাঁরা সতর্ক করে বলেন, ডিজিটাল প্রোফাইল ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করছে। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিতে জোর দিতে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা।প্রথম আলো