Saturday - March 15, 2025 10:36 PM

Recent News

ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা কমবেশি প্রায় সবাই ব্যবহার করে থাকি। আর এই ব্যবহারের মধ্যে অধিকাংশ সময় আমরা চ্যাট, লাইকস, স্ট্যাটাস আপডেট, কমেন্টস করে থাকি। ফেসবুকের অধিকাংশ ব্যবহারকারীই চান নিজের দেয়া স্ট্যাটাস, কমেন্টস অন্যদের নজর কাড়ুক এবং সেই সঙ্গে এর  ফিডব্যাক পান। সবসময়ই অন্যদের থেকে নিজেকে কিছুটা আলাদা করে উপস্থাপন করার চেষ্টা। ফেসবুকে সাধারণত সবার স্ট্যাটাস ও কমেন্টস কালো রঙের ফন্ট কালারে লেখা থাকে। কিন্তু আপনার দেয়া স্ট্যাটাস ও কমেন্টস যদি নীল রঙের ফন্ট কালারে লেখা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। সেই সঙ্গে সহজেই অন্যদেরও নজর কাড়বে। নীল রঙের ফন্ট কালারে স্ট্যাটাস আপডেট বা কমেন্টস লিখতে হলে আপনাকে যা করতে হবে— — স্ট্যাটাস আপডেট বা কমেন্টস বঙ্ এ কার্সর রেখে নিচের কোডগুলো হুবহু টাইপ করে আপনার কাঙ্ক্ষিত কথা টাইপ করুন। @@[1:[0:1: আপনার স্ট্যাটাস বা কমেন্টস লিখুন]] তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে, কোডগুলো লেখার সময় কোডের মধ্যে কোনো স্পেস দেয়া যাবে না। যেমন ধরুন, I am felling very much lucky লিখে স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে যেভাবে লিখবেন @@[1:[0:1:I am felling very much lucky]] লেখা শেষে পোস্ট বা শেয়ার করে দেখুন লেখাটি নীল রঙের ফন্ট কালারে প্রদর্শন করছে।আমার দেশ
0Shares