Monday - March 17, 2025 10:22 AM

Recent News

“বাংলাদেশ,ধর্ম নিরপেক্ষতা ও ৭২-এরসংবিধান” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 বfপস নিউজ: বস্টন: গত ২৮শে আগস্ট কেমব্রিজের ৪০২ রিনজ এভেন্যুতে “বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষতা ও ৭২-এর সংবিধান” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়.

 

 

 

 

 

 বস্টনে বাংলাদেশী ধর্মীয় সংখ্যালঘুদের এধরনের এটাই প্রথম সেমিনার। যে সকল বক্তাদের উপস্থিতি সেমিনারকে অত্যান্ত উচ্চ মানে উপনীত করেন, তাদের মধ্যে ছিলেন হার্ভার্ড প্রফেসর ও ম্যাসজেনারেল হসপিটালের বিশিস্ট সার্জন ড: মধু মেলো, টাফ্স বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড: বিনয় পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আন্তর্জাতিক খ্যাত নেতা সিতাংসু গুহ, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো: ওসমান গনি, যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশিস্ট নেতা ড: টমাস দুলু রয় ও প্রদীপ মালাকার অন্যতম. বাংলাদেশের সংবিধানের ৮ম সংসোধনী তথা ইসলামকে রাষ্ট্র ধর্ম করার পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র সাম্প্রদায়িক কারনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ও উপজাতিদের উপর যে সকল অত্যাচার ও নির্যাতন হয়েছে তার উপর ১টি বিশেষ ডকুমেন্টারী প্রদর্শন করা। ড: বিনয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা: সুধীর রঞ্জন দাশ, রাউজান থানা মহিলা পরিষদের সাবেক সভানেত্রী নমিতা বড়ুয়া, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার সাহা, নির্জর তালুকদার, জেসমিন আক্তার শশাঙ্ক কুমার মহাজন প্রমুখ. সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিত সাহা . অনুষ্ঠানের সর্বশেষ পর্বে বিশ্বজিত সাহাকে সভাপতি ও সুহাস বড়ুয়াকে সাধারন সম্পাদক করে একটি নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ -সভাপতি তপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক রবিন দাশ, বিধান বড়ুয়া মুন্না, বিদ্যুত রায়, সোহেল বড়ুয়া, দ্বীপ তালুকদার, / উপদেষ্টা হিসাবে রয়েছেন যথাক্রমে, ড: বিনয় পাল, ড: আশীষ দেব, ড: মধু মেলো, পল সলিল বিশ্বাস, তরুণ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রদর্শিত হয় হ্রদয় স্পশী একটি সচিত্র প্রতিবেদন যাতে পার্বত্য জেলা সমূহে উপজাতি জন গোষ্ঠির উপর সহিংস অত্যাচার ও নির্যাতনের ঘটনা সমূহ প্রতিফলিত হয়। এদিকে বক্তাগন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতি সত্ত্বা সমূহের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক ভাবে আলোচনা করেন। পার্বত্য শান্তি চুক্তি সংবিধানের অন্তর ভুক্ত করার এবং বাংলাদেশের আদিবাসী ৪৫ টি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বক্তাগন হাইকোর্টের রায়ে ৫ম সংসোধনী বাতিল করা গভীর সন্তোস প্রকাশ করেন এবং ৭২ এর সংবিধান পুন:প্রবর্তনের জন্য সরকারের প্রতি দাবী জানান।

 

 

 

 

 

 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সিতাংসু গুহ, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং ঐক্য পরিষদের কর্মসুচী সমূহ ব্যাখ্যা করেন।  যুক্তরাষ্ট্র  ঐক্য পরিষদের বিশিস্ট নেতা ড: টমাস দুলু  রয় ও প্রদীপ মালাকার বাংলাদেশের ধর্মীয় সংখ্যা লঘুদের সমস্যা সমাধানে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।  বক্তাদের সকলেই বলেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যা লঘুদের ১০০ ভাগ ভোট বর্তমান সরকারের পক্ষেই ছিল।  বক্তাগন সুধু মাত্র অর্পিত সম্পতি আইনে নিয়ে সীমাবদ্ধ না থেকে সংখ্যা লঘুদের সকল সমস্যা সমূহ গভীর ভাবে দেখার এবং সমাধনের জন্য সরকারের মাননীয় প্রধান মন্ত্রীকে বিশেষ আবেদন জানান। ঐক্য পরিষদের সভাপতি ও মুক্তি যুদ্ধের সেক্টর কমান্ডার জেনারেল সি,আর দত্ত  বীর উত্তম অনুষ্ঠানের  আমন্ত্রন গ্রহন করেও তার  স্ত্রীর অসুস্থতার কারনে সেমিনারে যোগ দিতে পারেন নাই । 

 

 

 

 
0Shares

COMMENTS