Monday - December 23, 2024 8:40 PM

Recent News

বাংলাদেশের সাম্প্রতিক হতাহতের ঘটনায় ইউএস কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় নেতা হেকিম জেফরির উদ্বেগ ও সমবেদনা : আইনের শাসন প্রতিষ্ঠার দাবী

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ইউএস কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় নেতা হেকিম জেফ্রিস এক বিবৃতিতে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে সংঘটিত সহিংসতা, হতাহত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে উদ্বেগ ও দুঃখ প্রকাশ এবং তার নির্বচনী এলাকা বিশেষ করে ব্রুকলীনে বসবাসকারী বাংলাদেশী-আমেরিকান সহ যারা ক্ষতিগ্রস্তদের হয়েছেন সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বুধবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অব্যাহত এবং নতুন নেতৃত্ব অবশ্যই দেশে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল হামলার তদন্ত পূর্বক দায়ীদের জবাবদিহিতার মধ্যে আনবে। বিবৃতিতে হেকিম জেফরি ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার দাবি করে বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং আমরা সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। ইউএনএ

0Shares