Wednesday - May 28, 2025 6:57 PM

Recent News

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক অলি (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচনে শামীম-অলি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৪ মে একটি মাত্র প্যানেল (শামীম-অলি পরিষদ) তাদের মনোনয়ন পত্র দাখিল করে। নির্বাচনের দিন গত ২৫ মে রোববার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণ প্যানেলে নির্বাচিত ঘোষণা করে।
নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ২৫ মে রোববার সন্ধ্যায় সংগঠনের নির্বাচন কমিশনার মো. শামীম মিয়ার পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আবু কায়সারসহ সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিতরা হলেন : সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান ও মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাশ, প্রচার সম্পাদক শেখ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতুন দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক সফিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক গোলজার হোসেন, সাদস্যিক সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলি রহমান, কার্যকরী সদস্য : বিলাল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত এবং ফখরুল ইসলাম চৌধুরী।
নির্বাচন কমিশন জানায়, এ নির্বাচনে তফসিল অনুযায়ী ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি হলে নির্ধারিত সময় ১৪ মে রোববার নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটি প্যানেল শামীম-অলি পরিষদ তাদের মনোনয়ন পত্র দাখিল করে। সকলের মনোনয়ন পত্রই বৈধ বলে গৃহীত হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৫ মে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র দাখিলকারী শামীম-অলি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তফসিল অনুযায়ী ২৫ মে ভোট গ্রহণের নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া এবং নির্বাচন কমিশনার আবু কায়সার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার জুনেদ আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সদ্য বিদায়ী সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মো. আব্দুস শহীদ, শাহেদ আহমেদ, উপদেষ্টা আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সাবেক সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির, নারী নেত্রী মেহের চোধুরী, কবি জুলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আক্তারুজ্জামান হ্যাপি প্রমুখ। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ নির্বাচন কমিশন, বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।