বৃটিশদের চাকরি বাঁচাতে অভিবাসন নিষিদ্ধের পরামর্শ

ডেস্ক: বৃটেনের একদল প্রভাবশালী এমপি মনে করছেন দেশের উচ্চ বেকারত্বের চাপ মোকাবিলা করতে সরকারের এখন ইউরোপীয় উইনিয়নভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসন নিষিদ্ধ করা উচিত। বৃটেনের ডেইলি টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে সুষম অভিবাসনের ব্যাপারে ক্রসপার্টি গ্রুপের যুগ্ম চেয়ারম্যান, সাবেক লেবার দলের মন্ত্রী ফ্রাঙ্ক ফিল্ড, কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী নিকোলাস সোয়ামেস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য অভিবাসন বন্ধ করে ডেভিড ক্যামেরন এখন দেশের বেকারত্ব সমস্যার মোকাবিলা করতে পারেন। তারা মনে করছেন, এখনকার মতো বেকারত্বের পরিস্থিতি মোকাবিলা করতে এবং বিদেশী দক্ষ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় কম দক্ষ বৃটিশ কর্মীদের কাজের সুযোগ সৃষ্টি করতে সরকারের এখন একটু কঠোর হওয়া প্রয়োজন। বৃটেনের তরুণদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজনই এখন বেকারত্বে ভুগছে। প্রায় ১০ লাখ বেকারের মধ্যে বেশির ভাগের বয়সই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এমপিরা বলছেন, অভিবাসন রোধে বেশকিছু উদ্যোগ নেয়া হলেও বৃটেনে উল্লেখযোগ্যভাবে অভিবাসীরা ঢুকে পড়ছে। তারা আরও বলেছেন, বুলগেরিয়া এবং রোমানিয়া থেকে আগামী বছর ৫০০০০ অভিবাসী বৃটেনে ঢুকে পড়বে। এর অর্থ হচ্ছে বিষয়টিকে আর হেলাফেলা করা যাবে না। সুষম অভিবাসনের ব্যাপারে ক্রসপার্টি গ্রুপের পরামর্শ বরাবরই সরকার অনুসরণ করে থাকে। এশিয়া, আফিকা এবং অন্য যে কোন স্থান থেকে অভিবাসনের ব্যাপারে তারা সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে। তবে সে সঙ্গে তারা এখন মনে করছেন ইউরোপের ব্যাপারেও তাদের এখন পদক্ষেপ নেয়ার সময় এসেছে। মানবজমিন