ব্যথাতেও সুখ!

ব্যথা সব সময় কষ্টকর নয়, কখনো কখনো সুখকরও হতে পারে। গবেষকেরা এমনটাই দাবি করছেন। তাঁরা বলছেন, ব্যথার অনুভূতি চরমে পৌঁছানোর পর একপর্যায়ে তা সুখের দিকে মোড় নেয়। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী সিরি লেংকনেস বলেন, মানুষ যখন তার যন্ত্রণার সর্বোচ্চ তীব্রতা সম্পর্কে নিশ্চিত থাকে, তখন সেই অনুভূতি কিছুটা হলেও কমে যায়। তবে তীব্রতম ব্যথার অনুভূতি এড়াতে পারলে বিপরীত অনুভূতিও অর্জন করা সম্ভব। লেংকনেস ও তাঁর সহকর্মীদের গবেষণা প্রতিবেদন পেইন সাময়িকীর চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তীব্রতম যন্ত্রণায় পৌঁছানোর পর তা যদি আশঙ্কার চেয়ে কম অনুভূত হয়, তাহলে ব্যথার পরিবর্তে আনন্দের অনুভূতি জন্মে। ব্যথামুক্তির অনুভূতিটি এতটাই আরামপ্রদ মনে হয় যে সেটা উপভোগ্য হয়ে ওঠে। লাইভসায়েন্স।প্রথম আলো