Monday - March 17, 2025 2:46 AM

Recent News

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাকে জাতিসংঘের ভাষা স্বীকৃতির প্রস্তাব

বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির দাবিকে সমর্থন দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের পার্লামেন্ট। নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ বিষয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। ‘আর্লি ডে মোশন’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে এ পর্যন্ত ১৫ জন এমপি সমর্থন জানিয়েছেন। হাউস অব কমন্সে বার্মিংহাম হল গ্রিনের এমপি লেবার পার্টির রজার গডসিফ প্রস্তাবটি উত্থাপন করেন। এতে বলা হয়, বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যে বসবাসরত যেসব বাংলাদেশি প্রচারাভিযান চালাচ্ছেন, কমন্স সভা তাঁদের অভিনন্দন জানাচ্ছে এবং সরকারের প্রতি এ প্রস্তাব সমর্থনের আহ্বান জানাচ্ছে। কমন্স সভার আর্লি ডে মোশন হচ্ছে এমপিদের দৃষ্টি আকর্ষণ অথবা সমর্থন প্রকাশের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন-প্রক্রিয়া। এ ধরনের প্রস্তাব নিয়ে খুব কম ক্ষেত্রেই বিতর্ক হয়ে থাকে। প্রস্তাবটির ওপর হাউস অব কমন্সে বিতর্ক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লেবার পার্টির আরও পাঁচজন এমপি এ প্রস্তাবের সহ-উদ্যোক্তা। তবে ক্ষমতাসীন জোটের বড় অংশীদার কনজারভেটিভ পার্টির কেউ এখন পর্যন্ত এর পক্ষে স্বাক্ষর করেননি।লন্ডন প্রতিনিধি/প্রথম আলো

0Shares

COMMENTS