আব্দুল কাইয়ুম : কোনো কোনো ক্ষেত্রে পারে। অবশ্য হাত-পা বা অন্য কোনো অঙ্গে ছোটখাটো ব্যথা স্বাভাবিক প্রক্রিয়ায় সারিয়ে নেওয়ার উপায় শরীরের মধ্যেই থাকে। সে অর্থে শরীর বেশ কিছু ক্ষেত্রে নিজের ডাক্তারি নিজেই করে। কিন্তু মস্তিষ্কের বিষয় ভিন্ন। মাথায় সামান্য আঘাতেই মানুষ জ্ঞান হারায়। তার পরও কিছু ক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নেওয়ার নিজস্ব ব্যবস্থা মস্তিষ্কের রয়েছে। মানুষের মস্তিষ্কে রয়েছে প্রায় ১০ হাজার কোটি নিউরন। এগুলো বৈদ্যুতিকভাবে সক্রিয় কোষ। প্রতিটি নিউরন তার চারপাশের হাজার হাজার নিউরনের সঙ্গে যুক্ত। নিউরনগুলো ত্বরিত প্রবাহের ছোট ছোট বর্তনীর মাধ্যমে সংকেত আদান-প্রদান করে। এই সংকেতগুলো রাসায়নিক সংকেতে রূপান্তরিত হয়ে অন্য নিউরনগুলোর সঙ্গে সেতুবন্ধ তৈরি করে। মস্তিষ্কের বিভিন্ন অংশ নির্দিষ্ট কাজের দায়িত্ব পালন করে। কিন্তু কোনো আঘাতে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বা অস্ত্রোপচারের মাধ্যমে অংশবিশেষ অপসারণ করা হলে মস্তিষ্কের কোষগুলো ক্ষেত্র বিশেষে নিজেরাই নিউরনের সংযোগগুলোর পুনর্বিন্যাস করে কাজের দায়িত্ব পুনর্বণ্টন করে নেয়। এ কারণে মস্তিষ্কের ছোটখাটো ক্ষতি হলেও কাজ চালিয়ে নেওয়া যায়।প্রথম আলো