Saturday - March 15, 2025 2:56 AM

Recent News

মিয়ানমারে ৫০ বছর পর ফের বেসরকারি সংবাদপত্র

রাষ্ট্রীয় সংবাদপত্রের ৫০ বছরের একাধিপত্য শেষে মিয়ানমারে আবার বেসরকারি দৈনিক সংবাদপত্রের দিন শুরু হলো। এ পর্যন্ত ষোলটি সংবাদপত্র প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। সোমবার চারটি দৈনিক সংবাদপত্র প্রকাশের মধ্য দিয়ে ঐতিহাসিক এই নবযাত্রা শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কিছুদিন আগেও মিয়ানমারে সংবাদকর্মীদের বিশ্বের অন্যতম কঠোর বিধিনিষেধসম্পন্ন পরিবেশের মধ্যে কাজ করতে হতো। ১৯৬৪ সালের আগে মিয়ানমারে বার্মিজ, ইংরেজি, ভারতীয় ও চীনা ভাষায় দৈনিক সংবাদপত্র প্রকাশিত হতো। কিন্তু সামরিক জান্তা ওই বছর থেকে সব সংবাদপত্রের প্রকাশ জোর করে বন্ধ করে দেয়। এরপর থেকে সাংবাদিকদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করা হয় এবং তাদের ফোনে আড়ি পাতা হয়। প্রায়ই তাদের ধরে নিয়ে নির্যাতন করা হতো, কাউকে কারাগারে আটকে রাখা হতো। আইনের আওতার বাইরে থাকা সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়। কিন্তু ২০১১ সালে সেনা সমর্থিত বেসামরিক থিয়েন সিয়েন সরকার ক্ষমতায় আসার পর শুরু হওয়া সংস্কারের পথ ধরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হতে থাকে। গত আগস্টে, সরকার সাংবাদিকদের জানায়, প্রকাশের আগে এখন থেকে আর তাদের কাজ রাষ্ট্রীয় সেন্সর বোর্ডে জমা দিতে হবে না। আর ১ এপ্রিল থেকে বেসরকারি উদ্যোগে সংবাদপত্র প্রকাশ করা যাবে, এটি গত ডিসেম্বরে ঘোষণা করা হয়। চাহিদা থাকলেও প্রথম দিন প্রকাশিতব্য দৈনিকগুলো অল্প কয়েক হাজার সংখ্যা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিবিসির রেঙ্গুন প্রতিনিধি। অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি চলতি মাসের শেষ দিক থেকে নিজেদের সংবাদপত্র প্রকাশ করা শুরু করবে।রয়টার্স/আমার দেশ
0Shares

COMMENTS