মূলধারা ও বাংলাদেশী নেতাদের সাথে রোকেয়া হায়দারের মতবিনিময়

ইউএসএ নিউজ: গত ২৬ আগস্ট জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় নিউ ইয়র্কের ব্রকস থেকে নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রার্থী, মূল ধারার রাজনৈতিক ও সোসাইটি নেতৃবৃন্দের এক অনুষ্ঠানে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ব্যবস্থাপনা সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেতার ও টিভি ব্যক্তিত্ব রোকেয়া হায়দার বলেছেন, মূলধারায় বাংলাদেশীদের ব্যাপক অংশগ্রহণ ও ভূমিকা পালন এখন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। বিশিষ্ট সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সহযোগী আকবর হায়দার কিরণ আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগ দেন এসেম্বলীম্যান প্রার্থী লুইস স্পুলভেদা, জুডিশিয়াল ডেলিগেট প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির খান,বাংলাদেশ সোসাইটি অব ব্রকস ইনক এর সভাপতি মাহবুব আলম,ব্রকস বাংলাদেশ সোসাইটি ইনক এর সভাপতি আবদুল গফফার খসরু ও জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর ভাইস প্রেসিডেন্ট মির্জা রশিদ।
রাজনীতিবীদ লুইস স্পুলভেদা তার বক্তব্যে ব্রকস এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার আসন্ন নির্বাচনে তাদের পুরো প্যানেলকে নির্বাচিত করে সেবা করার সুযোগদানের অনুরোধ জানান। বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান বিভিন্ন গ্রুপের নেতাদের অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রোকেয়া হায়দার ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন বার্তা টেলিভিশন অনুষ্ঠানের জন্য বিশিষ্ট কম্যুনিটি নেতাদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং জ্যাকসন হাইটসের বিভিন্ন বাংলাদেশী দোকানে গিয়ে ঈদের শপিং নিয়ে অনুষ্ঠান করেন। রোকেয়া হায়দারের সাথে আকবর হায়দার কিরণ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সম্পাদক, প্রতিনিধি, নেতৃস্থানীয় সব ক’টি টিভির প্রতিনিধি, ভয়েস অব আমেরিকার শেহজীন চৌধূরী ও রাজিবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে রোকেয়া হায়দার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে ৯/১১ স্মরণে বিশেষ টিভি সাক্ষাৎকার অনুষ্ঠানের রেকর্ডিং করেন।