মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারী বেশি

প্রতিদিনের সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুককে তাই ‘মোবাইল’ কোম্পানি বলছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন। ফেসবুকের দেয়া এক তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ৬ লাখ। এর মধ্যে প্রতিদিন ৬১ কোটি ৮০ লাখ ব্যবহারকারী দিনে অন্তত একবার ফেসবুকে লগ ইন করেন, আর মোবাইল ফোন থেকে প্রতিদিন ফেসবুকে লগ ইন করেন ১৫ কোটি ৭০ লাখ ব্যবহারকারী। মার্ক জাকারবার্গ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১২ সালে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক এবং মোবাইল কোম্পানি হিসেবে নিজের পরিচয় দাঁড় করাতে পেরেছে। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুক মোবাইল পণ্যের বিজ্ঞাপন থেকে প্রচুর আয় করা শুরু করেছে। ২০১২ সালের চতুর্থ প্রান্তিক অর্থাত্ অক্টোবর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের মোট আয়ের ২৩ শতাংশ এসেছে মোবাইল বিজ্ঞাপন থেকে। ২০১১ সালে যা ছিল মাত্র ১৪ শতাংশ। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের বিজ্ঞাপন প্রদর্শন করে ফেসবুকের আয় বেড়ে যাওয়া প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক। এদিকে, ফেসবুক ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসতে পারে বলে গুজব রটলেও মার্ক জাকারবার্গ এ ধরনের গুজব নাকচ করে দিয়েছেন।প্রথম আলো