Saturday - March 15, 2025 11:00 PM

Recent News

যুক্তরাজ্যের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ি

যুক্তরাজ্যের রাস্তায় নেমেছে চালক ছাড়াই নিজে নিজেই চলতে সক্ষম এমন  গাড়ি।  ‘অক্সফোর্ড রোবটকার’ নামের এ  স্বয়ংক্রিয় কার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষামূলক চালানো হয়। সঠিকভাবে দিক-নির্দেশনা মেনে ও ঝুঁকি এড়িয়ে চলার জন্য এতে সংযোজন করা হয়েছে লেজার প্রযুক্তির ক্ষুদে ক্যামেরা। গাড়িটির চাইলে আবার নিজেও  চালানো যাবে। গাড়িটিতে রয়েছে আলাদা মেমোরি ইউনিট। এতে একবার কোনো গন্তব্যে যাওয়ার পর গাড়িটি পুনরায় স্বয়ংক্রিয়ভাবে ওই গন্তব্যে পৌঁছতে পারে। তবে এর আগে চালকবিহীন একই প্রযুক্তির গাড়ির পরীক্ষা চালিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের আইনি জটিলতা থাকায় পূর্ণাঙ্গভাবে স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানোর সুযোগ পাচ্ছে না গুগল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিজ্ঞান বিভাগের অধ্যাপক পল নিউমান জানান, তাদের স্বয়ংক্রিয় কার প্রকল্পের বেলায়ও বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। তবে জটিলতা নিরসনে সড়ক যোগাযোগ বিভাগের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে,  এ ধরনের গাড়ি খরচ কমাতে এবং দুর্ঘটনা রোধে ভূমিকা রাখবে। আপাতত এ গাড়ি বানাতে ৫ হাজার পাউন্ডের মতো খরচ হলেও বাণিজ্যিকভাবে ১০০ পাউন্ডেই বাজারজাত করা সম্ভব বলে দাবি উদ্ভাবকদের।   হ আমিনুর রহমান/সমকাল

0Shares

COMMENTS