Friday - March 14, 2025 6:39 PM

Recent News

লন্ডনে বাঙালি মেধাবী ছাত্র আজমল খুন

তবারুকুল ইসলাম, লন্ডন : 

 

পূর্ব লন্ডনের পপলারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর আজমল আলম। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় পপলারের স্প্রে স্ট্রিট থেকে পুলিশ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর ১৬ বছর বয়সী এ কিশোরের মৃত্যু হয়। একই ঘটনায় আজমলের আরেক বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশের ধারণা, ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে আজমল এ হামলার শিকার হয়েছে।ইত্তেফাক 

আজমলের পারিবারিকসূত্রে জানা যায়, বাংলাদেশে তাদের আদি বাড়ি সিলেটের ছাতক থানার আসমপুর গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। তিন ভাই এক বোনের মধ্যে আজমল ছিল সবার বড়। স্থানীয় ল্যাংডন পার্ক স্কুলের মেধাবী ছাত্র আজমল জিসিএসি (এসএসসি সমমান) পরীক্ষায় ৩টি বিষয়ে এ স্টার পেয়েছে। বাকি বিষয়গুলোর ফলাফল আগামী সপ্তাহে ঘোষণা হওয়ার কথা রয়েছে। তার ইচ্ছা ছিল মেডিসিন বিষয়ে পড়াশুনা করার। 
পুলিশসূত্রে বলা হয়, আজমলরা চার বন্ধু সোমবার সন্ধ্যায় ঘুরতে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে তারা ৫ থেকে ৬ জনের একটি মাস্তান (গ্যাং) দলের হামলার শিকার হয়। পূলিশের ধারণা, স্থানীয় মাস্তান দলের মারামারির মধ্যে পড়ে আজমলের এ পরিণতি হয়েছে। দুর্বৃত্তরা ভুলবশত তার ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। আজমলের স্কুল শিক্ষক ক্রিস ডুনে গার্ডিয়ান-কে বলেন, আজমল আমাদের সেরা ছাত্রদের একজন। সে ছিল অসাধারণ পরিশ্রমী এবং সৃজনশীল।

0Shares

COMMENTS