শিশুদের জন্য প্রয়োজন ইন্টারনেট বিষয়ক শিক্ষা

তরিকুর রহমান সজীব : তথ্যপ্রযুক্তির এই যুগে এসে আর কাউকে ইন্টারনেটের ব্যবহার থেকে বঞ্চিত রাখার সুযোগ নেই। যে কারণে এখন শিশুরাও ইন্টারনেট ব্যবহার করছে বিশ্বব্যাপী। বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলোতে খুব অল্প বয়স থেকেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। কিন্তু ইন্টারনেটের ব্যবহার যেমন বেড়েছে বিশ্বব্যাপী, সেইসাথে বেড়েছে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য। আবার পর্নোগ্রাফির ব্যবহারও বেড়েছে এই সময়ে। আর শিশুরাই এসব সাইবার অপরাধী এবং পর্নোগ্রাফির শিকার হচ্ছে অহরহ। আর সে কারণেই শিশুদের খুব অল্প বয়স থেকেই ইন্টারনেট ব্যবহারে সতর্ক করে তুলতে শিক্ষা প্রদান করা প্রয়োজন। যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা চাইল্ডলাইন সম্প্রতি এই বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। চাইল্ডলাইনের পাশাপাশি শিশুদের নিয়ে কাজ করা আরেক সংস্থা এনএসপিসিসি-ও এই বিষয়ে সকলের মনোযোগ আকর্ষণ করেছে। এনএসপিসিসি’র প্রতিনিধি মিস লিলি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে শিশুরা ইন্টারনেটে একদমই উন্মুক্ত এবং তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেই। আমাদের সাথে যেসব শিশুদের কথা হয়, তাদের কাছে আমরা জানতে পারছি, তারা এমন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে ইন্টারনেটে যা কোনোভাবেই কাম্য নয়। শুধু তাই নয়, এর পরিমাণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ইন্টারনেট এবং মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর এখনকার শিশু-কিশোররাই প্রথম প্রজন্ম, যারা মোবাইল ফোন বা ইন্টারনেট ছাড়া বিশ্বকে কল্পনাই করতে পারে না। সত্যি অর্থে মোবাইল এবং ইন্টারনেটের সুফল কম নয়। সব ক্ষেত্রেই এর প্রচুর সুফল রয়েছে। তবে এর ক্ষতিকর দিকের কথাও আমাদের মাথায় রাখা প্রয়োজন। আর সেভাবেই সকলকে অল্প বয়স থেকেই নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে অভিহিত করা প্রয়োজন।’ এদিকে চাইল্ডলাইন জানিয়েছে, গত বছরে তারা প্রায় ৪ হাজার ফোন কল পেয়েছে যেসব কলে ১২ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা জানিয়েছে, তাদের ইন্টারনেটে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এর মধ্যে অনেককেই যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনা করেই শিশুদের স্কুলের পাঠ্যক্রমেই নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এই প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যেই তারা বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরুও করেছে।ইত্তেফাক