Friday - March 14, 2025 11:11 PM

Recent News

শীতাতপ নিয়ন্ত্রিত জামা!

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতের এক উদ্ভাবক শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক উদ্ভাবন করেছেন। সৌরকোষ ও বিশেষ ধরনের পাখাযুক্ত এ পোশাকের মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট প্রভৃতি চার্জ দেওয়ার পাশাপাশি আবহাওয়ার প্রেক্ষিতে শরীর ঠান্ডা বা গরম রাখার সুবিধাও পাওয়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ফটোভোল্টিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন বিশেষজ্ঞ শান্তিপদ গনচৌধুরির পরিকল্পনা অনুযায়ী, ‘সোলার সামার শার্ট’ নামের এ পোশাকে তন্তুর সঙ্গে বা জামার পকেটের সঙ্গে ক্ষুদ্রাকার সৌরকোষ বসানো হবে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক শান্তিপদ পিটিআইকে জানিয়েছেন, জামায় বসানো সৌরকোষের সাহায্যে ৪০০ ওয়াট পর্যন্ত বিদ্যুত্ উত্পাদন করা যাবে। এক্ষেত্রে প্রায় ৩ ইঞ্চি মাপের সৌরকোষ জামার সঙ্গে বসাতে হবে। মূলত দুটি স্তরবিশিষ্ট এ জামায় থাকবে সৌরকোষ। সৌরকোষ থেকে উত্পন্ন বিদ্যুত্ ব্যবহার করে ইলেকট্রনিক পণ্যে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি সৌরবিদ্যুতের শক্তিতে জামায় সংযুক্ত চারটি পাখাও ঘুরবে।প্রথম আলো

0Shares

COMMENTS