সুদানে মিলেছে প্রাচীন পিরামিড

সুদানে দুই হাজার বছরের প্রাচীন পিরামিডের সন্ধান পাওয়া গেছে। মিসর সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে সুদানের সেদেইনগা এলাকায় ৩৫টি পিরামিড পেয়েছে ফ্রান্সের একটি প্রতিনিধিদল। প্রত্নতত্ত্বের খোঁজে টানা তিন বছর ধরে খননকাজ চালানোর পর এসব পিরামিডের সন্ধান পাওয়া গেছে। ফ্রান্স সরকার ও প্যারিস-সর্বোনি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলকে আর্থিক সহায়তা দিচ্ছে। খনন কাজ মিশনের পরিচালক ক্লঁদ রিল্লি পিরামিডগুলো আনুমানিক ১০০ থেকে ২০০ খ্রিস্টাব্দের মারো রাজবংশের শেষদিকের সময়কার বলে উল্লেখ করেন। তিনি বলেন, পিরামিডের এতই চল ছিল যে, যার সামর্থ্য ছিল সেই একটা করে বানাত। পিরামিডগুলোতে সত্যিই গণতন্ত্রায়নের লক্ষণ সুস্পষ্ট এবং অন্যান্য এলাকা, বিশেষ করে মিসরের পিরামিডের সঙ্গে বৈশিষ্ট্যগত অমিল রয়েছে। মিসরের পিরামিডগুলো সুদানের পিরামিডের আরও আগে তৈরি। মিসরের পিরামিডগুলোতে রাজা-বাদশাহ, রাজকীয় পরিবার ও রাজন্যবর্গের সমাধি রয়েছে। এখানে মধ্যবিত্তদের কোনো স্থান নেই। সুদানেও রাজপরিবারের জন্য পিরামিড তৈরি করা হয়েছে। তবে পরবর্তীকালে অপেক্ষাকৃত সাধারণ লোকও পিরামিড তৈরি করেছে। রিল্লি বলেন, এ থেকে বোঝা যায়, সুদানে বিভিন্ন শ্রেণীর মানুষ পিরামিড তৈরি করতে পারত, যা মিসরে দেখা যায়নি। এটা সত্যিই নতুন একটা আবিষ্কার যা আমরা আশা করিনি। প্রায় ৪০ হেক্টর এলাকার সমাধিক্ষেত্রে এসব পিরামিড অবস্থিত। এখানে এক সহস্রাধিক সমাধি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিল্লি বলেন, এক-চতুর্থাংশ কেবল আবিষ্কৃত হয়েছে। পিরামিডগুলোর কাঠামোর মধ্যেও ভিন্নতা রয়েছে। কোনোটির উচ্চতা এক মিটারের বেশি নয়। পিরামিডগুলো কাদামাটির ইট দিয়ে তৈরি। এগুলো খুব বেশি ব্যয়বহুল ছিল না। তবে এগুলো নির্মাণে নকশাবিদ ও প্রশিক্ষিত নির্মাণ শ্রমিকের প্রয়োজন ছিল। রিল্লি সুদানের জাতীয় জাদুঘরে তার কার্যালয়ে বলেন, দেখে মনে হচ্ছে, চরম দরিদ্ররা পিরামিড নির্মাণ করতে পারত না। তবে পার্শ্ববর্তী বিভিন্ন গর্তে তাদের সমাহিত করা হতো। সুদানের রানীর জন্য সংরক্ষিত একটি এলাকায় ১৯৬০-এর দশকে প্রত্নতত্ত্ববিদরা কাজ শুরু করেন। তবে গত তিন বছরে তারা সেখানে অনেক সাধারণ লোকের সমাধির সন্ধান পান। মিসরের ফারাও তৃতীয় আমেনহোটাপ তার স্ত্রী রানী টায়ির জন্য সেদেইনগায় সবচেয়ে জাঁকজমকপূর্ণ পিরামিড নির্মাণ করেন। এটি ছিল মূলত একটি মন্দির এবং এর খুব কম অংশই এখন অবশিষ্ট আছে। রানী টায়ি ছিলেন বালক ফারাও টুটেনখামেনের দাদি। রিল্লি বলেন, সম্ভবত ভয়াবহ বন্যায় এই পিরামিড মন্দিরের মারাত্মক ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বেশকিছু পিরামিড আবিষ্কৃৃত হলেও সেই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময় সমাধিতে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে এর ভেতরে খুব কমই প্রত্নতাত্ত্বিক চিহ্ন পাওয়া গেছে। মিসর এক হাজার খ্রিস্টপূর্বাব্দের আগ পর্যন্ত প্রায় ৫০০ বছর সুদানের উত্তরাঞ্চল শাসন করেছে। তবে ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে মারো রাজবংশ এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের পরবর্তী ৭০০ বছরের শাসনামলে মিসরের সাংস্কৃতিক প্রভাব ম্লান হয়ে যায়। সেদেইনগা সমাধিক্ষেত্রে মারোয়েটিক শিলালিপি পাওয়া গেছে। সুদানে প্রত্নতত্ত্ব উদ্ধারে খননকাজ খুব বেশি দিন আগে শুরু করা হয়নি। মিসর ও গ্রিসের অনেক পরে মাত্র ১০০ বছর আগে দেশটিতে প্রথম প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু হয়।এএফপি/আমার দেশ