Monday - January 27, 2025 9:00 PM

Recent News

সোলস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে সোলস তারকাদের সঙ্গীত সন্ধ্যা ২ জুন

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্ তাদের ৫০ বছরের পূর্তিতে আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলোকে বেছে নিয়েছে শো করার জন্য। তারমধ্যে নিউইয়র্কে জমকালো আয়োজনে দর্শকদের লাইভ অংশগ্রহণ অনেক বেশি প্রান চঞ্চল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট।

আগামী ২ জুন রোববার সোলস তারকাদের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে জ্যামাইকায় মেরি লুইস একাডেমি হলে। এই বিশাল আয়োজনে সহায়তা করছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিরিয়ানি হাউজ, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি । ১৪ মে মঙ্গলবার জ্যাকসন হাইটস্থ রিভারটেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে বদরুদ্দোজা সাগর এ ঘোষণা দেন। টাইটেল স্পন্সর হিসেবে বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোম কেয়ার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোঃ জামান মনির। ৭ সদস্যের সোলস টীমের পক্ষে বক্তব্য রাখেন পার্থ বড়ুয়া।

সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ বলেন, সোলস এর এই সঙ্গীত সন্ধ্যায় গোল্ডেন এজ হোম কেয়ার সহায়ক ভূমিকা রাখছে। তাদের ৫০ বছরের অগ্রযাত্রায় আমরা শরীক হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি

0Shares