Saturday - March 15, 2025 11:13 AM

Recent News

সৌদি আরবে নতুন প্রাণঘাতী ভাইরাস একজনের মৃত্যু

সার্স প্রজাতির একটি নতুন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক ব্যক্তি মারা গেছে। নতুন এ ভাইরাসটিতে বিশ্বে এ পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছে আর এদের মধ্যে এ পর্যন্ত ৯ জন মারা গেছে। মঙ্গলবার সার্স ধরনের রোগ ছড়িয়ে পড়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এসব কথা জানিয়েছে। ডব্লিউএইচও জানায়, ২৪ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে নোবেল করোনাভাইরাস (এনসিওভি)-এর লক্ষণ ধরা পড়ে এবং ২ মার্চ তিনি মারা যান। সাধারণ সর্দি-ঠাণ্ডা যেসব ভাইরাসের কারণে হয়ে থাকে, এনসিওভি সেই পরিবারেরই সদস্য। এই পরিবারের ভাইরাসগুলোর মধ্যে প্রাণঘাতী একটি ভাইরাসের কারণে মারাত্মক শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সার্স হয়ে থাকে। ২০০৩ সালে এই রোগ এশিয়া অঞ্চলে প্রথম ধরা পড়ে। তবে নতুন এই ভাইরাসটি পুরোপুরি সার্স ভাইরাসের মতো নয়, কিন্তু সার্স ভাইরাস ও বাদুরের মধ্যে পাওয়া অন্যান্য করোনাভাইরাসের মতোই প্রায়। গত সেপ্টেম্বরে ডব্লিউএইচও প্রথম নতুন এই ভাইরাসটির বিষয়ে আন্তর্জাতিক সতর্কতা জারি করে। ওই সময় সৌদি আরব থেকে যুক্তরাজ্যে আসা কাতারের এক নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে এটি প্রথম দৃষ্টিগোচর হয়। এনসিওভি ভাইরাসে আক্রান্তের লক্ষণগুলোর মধ্যে তীব্র শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট উল্লেখযোগ্য। ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, আক্রান্ত ব্যক্তি এর আগে এনসিওভিতে আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে আসেনি, এছাড়া অন্য বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে’, বলে ডব্লিউএইচও জানিয়েছে। এনসিওভিতে আক্রান্ত ১৫ জনের মধ্যে ৯ জনই মারা গেছে, যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের অথবা মধ্যপ্রাচ্য থেকে ঘুরে আসা মানুষ।রয়টার্স/আমার দেশ
0Shares

COMMENTS