Saturday - March 15, 2025 6:27 AM

Recent News

১০ কোটি টাকায় প্রিন্সেস ডায়নার পোশাক

লন্ডনে প্রিন্সেস ডায়নার ব্যবহার করা ১০টি পোশাক নিলামে আট লাখ ৬২ হাজার ৮০০ পাউন্ডে (প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকায়) গতকাল বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া পোশাকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইটেম ছিল ডায়না ও তার স্বামী প্রিন্স চার্লসের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নৈশভোজে পরা গাঢ় নীল মখমলের গাউনটি। নিলামে এর দাম উঠেছে ৩ কোটি ৬৩ লাখ ডলার। এই পোশাকটি পরেই ট্রাভোল্টার সঙ্গে তার চলচ্চিত্র স্যাটারডে নাইট ফেভারের ‘ইউ শুড বি ড্যান্সিং’ গানটির সঙ্গে নেচেছিলেন ডায়না। অকশনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কেরি টেইলরজানান, স্ত্রীকে চমক দেয়ার জন্য এক ব্রিটিশ ভদ্রলোক পোশাকটি কিনেছেন। নিলামে বিক্রি হওয়া অন্য পোশাকগুলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত ও ব্রাজিলে সরকারি সফরের সময় পরেছিলেন ডায়না। সূত্র : এএফপি/আমার দেশ
0Shares