Sunday - November 24, 2024 11:07 PM

Recent News

নিউইয়র্কের ব্রিংহামটনে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ে সেমিনার অনুষ্ঠিত (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের ব্রিংহামটনে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার ব্রিংহামটনের ইন্ডিকট ৯ ওয়াশিংটন এভিনিউর বাংলাদেশী স্বাদ রেস্টুরেন্টে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ের উপর মানুষের মধ্যে ধারনা দেওয়ার জন্য সেমিনার অনুষ্ঠিত হয়। স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী এইচ ব্রুস ফিসার, মোহাম্মদ এন মজুমদার এলএলএম, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলটর ইমাম হাসান, মর্টগেজ ব্যাংকার ফাহিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোকতার হোসন।
এই সেমিনারে মানুষের মধ্যে আইন, ট্যাক্স, ফিন্যান্স বিষয়ে পরিস্কার ধারনা দেওয়া হয়। জানানো হয় গুরুত্বপূর্ণ তথ্য। ব্যবসায়ীরা কিভাবে লোন পাবেন, বাড়ী ক্রয়-বিক্রয় বা ট্যাক্স কিভাবে জমা দিবেন অথবা কোন ধরনের দূর্ঘটনা হলে কিভাবে ক্ষতিপুরন পেতে পারেন সার্বিক বিষয়ে জানানো হয় সেমিনারে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জগলুল চৌধুরী, সাইদুর রহমান লিংকন, নুরে আলম জিকু সহ কমিউনিটি ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের ব্রিংহামটন শহরে বাংলাদেশীদের বসবাস বেড়ে চলেছে। পরিনত হচ্ছেএকটি বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। ইতিমধ্যে গ্রোসারী সপ, রেস্টুরেন্ট, সেলুন সপসহ বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে।

0Shares